পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বাউফলের গোলাবাড়ি-নুরাইনপুর ও কালিশুরী সড়কের চন্দ্রপাড়া জোড়াপুল এলাকায় টমটম গাড়ি উল্টে গিয়ে একজন নিহত ২ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম হৃদয় বয়াতি(২৩), তার বাবার নাম দুলাল বয়াতি। মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে তার বাড়ি। নিহত হৃদয় ওই টমটম গাড়ির চালক ছিল।
আহত রমজান নামের এক যুবক জানান, টমটমট গাড়িটি চন্দ্রপাড়া চৌমোহনী বাজার থেকে ২জন যাত্রী নিয়ে বাউফল শহরের গোলাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে জোড়াপুলের কাছে গাড়িটি নিয়ন্ত্র হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎক মো. মিরাজুল ইসলাম জানান, আহত অবস্থায় রমজান(২০), সবুজ(৩৫) ও টমটম চালক হৃদয়কে(২৩) উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর হৃদয় মারা যায়। আহত অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।