পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে হাসপাতাল রোডস্থ বিএনপি’র কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এ সময় বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি থেকে পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপি আরও ঐক্যবদ্ধ হবে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বাউফলবাসী সর্বশক্তি নিয়োগ করবে। আমি বিশ্বাস করি, আমাকে মনোনয়ন দেওয়া হলে বাউফল আসনটি ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে তারেক রহমানকে উপহার দিতে সক্ষম হবো। তবে দলের সিদ্ধান্ত যেই প্রার্থীকে দেওয়া হবে, তাকে নিয়েই আমি কাজ করব।”
তিনি আরও উল্লেখ করেন, ২০০৮ সালের নির্বাচনে বরিশাল বিভাগে ধানের শীষ প্রতীক নিয়ে সর্বাধিক ভোট পেয়েছিলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অলিউর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক আবুল বাশার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, উপজেলা বিএনপি’র সদস্য জাকির হোসেন মৃধা, কালাইয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হালিম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, গতকাল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আতশবাজি উৎসব করা হয়।
এসময়ে নেতারা আশাবাদ ব্যক্ত করেন, এই আনন্দ র্যালি বাউফলে বিএনপিকে নতুন করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে।