মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে নিজ দলের নেতাদের প্রতিহিংসা মুলক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা হুমায়ন কবির। তিনি পৌর বিএনপির সভাপতি ছিলেন। সম্প্রতি তাকে পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি। শনবিার (২৪ আগস্ট) বিকাল ৩টার দিকে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল (শুক্রবার) পৌরশহরের মুক্তমঞ্চে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনার ফাঁসি দাবি করে বক্তব্য দিয়েছি। একটি মহল সেই বক্তব্য বিকৃত করে ফেসবুকে প্রচার করেন। যা নিয়ে বিএনপির একটি অংশ আমাকে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একেএম ফারুক আহম্মেদ তালুকদারকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন।
ওই সম্মেলনের প্রতিবাদ জানিয়ে হুমায়ন কবির বলেন, ওটা ছিল ষড়যন্ত্রমুলক সংবাদ সম্মেলন। পৌর বিএনপির সাধারন সম্পাদকের বরাদ দিয়ে যিনি লিখিত বক্তব্য পাঠ করেছেন, তিনি পৌর বিএনপির কেউ না, তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। এমনকি পৌর বিএনপির সাধারন সম্পাদক ওই সংবাদ সম্মেলনের বিষয়ে অবগত নন।
হুমায়ন কবির আরও বলেন, ১/১১’র পর বাউফলে বিএনপি নেতৃত্ব শূণ্য হয়ে পড়ে। তখন ফারুক আহম্মেদ তালুকদার বিএনপির হাল ধরেন। দীর্ঘদিন তার নেতৃত্বে আমারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। লড়াই সংগ্রাম করতে গিয়ে হামলা, মামলা, জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। যারা তখন মাঠে ছিল না, আওয়ামী লীগের সাথে লিয়াজো করে রাজনীতি করেছেন তারাই আজ ত্যাগীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু, পৌর বিএনপির সহসভাপতি নিতাই চন্দ্র, যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো. পলাশ, দপ্তর সম্পাদক মো. আবুল বাশার ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিব প্রমূখ।