মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখা ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধ পালন করা হয়েছে। বুধবার (১৪সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি সনজিৎ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক অতুল চন্দ্র পাল, সহসভাপতি সাংবাদিক জীতেন্দ্র নাথ রায়, কোষাধ্যক্ষ শংকর বণিক প্রমূখ। দুর্যোগপূর্ণ আবাহাওয়া উপেক্ষা করে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে বাউফলের কয়েকশত সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। মানববন্ধনে বক্তারা নির্বাচনের পূর্বে উল্লেখিত দাবিসমূহ পূরণ করার দাবি জানান। এছাড়া দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা এবং অর্পিত সম্পত্তি ফিরে পেতে সহজীকরণের দাবি করা হয়।