পটুয়াখালী জেলা প্রতিনিধি:
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভূমিসেবা সপ্তাহ’২০২৪ পালিত হয়েছে। রবিবার (৮জুন) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খান। আলোচনা অনুষ্ঠান শেষে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামসুল আলম মিয়া , বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাহানারা বেগম, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস আক্তার জাহান, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর মিলন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, মাইটিভি রিপোর্টার ওয়াহিদুজ্জামান ডিউক প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।