মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে৷ সোমবার (১২ নভেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিটের যুব প্রধান যুবায়েত হোসেন নাসিম, সেক্রেটারি অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন ও ইউনিট লেভেল অফিসার ফারুক হোসেন এর সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটিতে উপজেলা টিম লিডার হিসেবে মোঃ নাজমুল হোসেনকে নিযুক্ত করা হয়েছে। উপ-টিম লিডার -১ হিসেবে রয়েছেন শিশু সাংবাদিক মুনতাসির তাসরিপ ও উপ টিম লিডার -২ হিসেবে আছেন শুভ চন্দ্র। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে বিক্রম কর্মকার, ইমন হোসেন, নুসরাত ইসলাম নিশা, ইয়াসির আরাফাত, মোঃ নাজমুল ইসলাম,জিহাদুল ইসলাম, মোসাঃ নাদিয়া নাহার, তামিম হোসেন নিরব,আরিফুর রহমান, মোহাম্মদ তামিম, নাজমুল ইসলাম সিয়াম ও মামুন।
এদিকে বাউফল উপজেলায় আন্তর্জাতিক সংগঠন রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা। তারা কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এব্যপারে রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের যুব প্রধান যুবায়েত হোসেন নাসিম বলেন,‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সেবা বাউফল উপজেলার সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পটুয়াখালী ইউনিট ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। যাতে যে কোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ভলেন্টিয়ার মানুষকে পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে বাউফল উপজেলার টিম সর্বদা মানুষের পাশে থাকবে।’