পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের অভ্যন্তরে খানাখন্দে ভরা ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাড়া মুন্সির পোল এলাকায় স্থানীয় জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার মৃধা, সাংগঠনিক সম্পাদক মজিবর আকন, আটো চালক মো. রহিম হোসেন প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন, দাসপাড়া ইউনিয়নে বিগত দিনে কোন উন্নয়ন হয়নি। ইউনিয়নের অভ্যন্তরে ৯টি সড়কের অবস্থা খুবই বেহাল। এসব সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। যে কারণে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিরূপায় হয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই এসব সড়ক সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।
মানববন্ধনে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে সড়কগুলো সংস্কারের আল্টিমেটাম দিয়েছেন। ১৫দিনের মধ্যে সড়ক মেরামত না করা হলে উপজেলা পরিষদ ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলেও হুশিয়ারী দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেশকিছু সড়ক মেরামতের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।