পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মো. রহমান হাওলাদার (৩৭) নামের একজন মাদক কারবারিকে ২’শ ২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। শনিবার (১১জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইয়া বন্দর থেকে তাকে আটক করা হয়। মাদক কারবারি রহমান উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের সোনালী হাওলাদারের ছেলে। পটুয়াখালী র্যাব-৮ এর সিনিয়র এএসপি হাসান সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া বন্দর বাজারে অভিযান চালায় তাদের টিম। বন্দরের কিংষ্টার আবাসিক হোটেলের সামনে থেকে রহমানকে আটক করেন। ওই মাদক কারবারিকে তল্লাশি করে ২শত ২পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বাউফল থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এবিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রহমান হাওলাদার নামের এক ব্যক্তিকে র্যাব-৮ সদস্যরা গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।