ঢাকাFriday , 15 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল।

দেশ চ্যানেল
August 15, 2025 6:35 pm
Link Copied!

সুমন ভূঁইয়া,বরিশাল প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারী মকিমাবাদ বাজারে মানববন্ধন করে।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মোঃ জসিম খান, মোঃ নাহিদ হোসেন, মোঃ মনিরুজ্জামান, আয়শা আক্তার, সাবিনা আক্তার বিথী, দশম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফিমা আক্তার।

বক্তারা বলেন, উপজেলার চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন ডাকুয়া (এপিপি) একজন রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি ইউনিয়নের কোন নোংরা রাজনীতির সাথে জড়িত নয়। বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা ফয়সাল খান মকিমাবাদ বাজারে একটি অবৈধ কোচিং সেন্টার পরিচালনা করেন। সেই কোচিং সেন্টার চলাকালীন এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী লিওন সিকদার ও তমাল সিকদার দুজনে মিলে সাগরকে মারধর করে। ওই ঘটনাকে পুঁজি করে গত ১২ আগস্ট ফয়সাল খান নিজের কোচিং সেন্টার ভাঙচুর করে এ্যাডভোকেট জাকির ডাকুয়ার নামে চাঁদাবাজির মিথ্যা নাটক সাজায়। পরদিন ১৩ আগস্ট সকালে ফয়সাল খান ও তার সহযোগী বিন্দু মাসি খ্যাত নীলিমা আক্তার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সড়ক অবরোধ করে এবং ১৪ আগস্ট থানায় একটি চাঁদাবাজি ও শ্লীলতাহানী মামলা দায়ের করে। চাঁদা চাওয়াতো দূরের কথা ওইদিন কোচিং সেন্টারে জাকির ডাকুয়া যায়নি। তারপরেও তার নামে একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ফিমা আক্তার ও দশম শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তার সাংবাদিকদের জানায়, গত ১৩ আগস্ট বুধবার সকালে কোচিং সেন্টার মালিক ফয়সাল খান ও তার সহযোগী নীলিমা ম্যাডাম তাদেরকে ভুল বুঝিয়ে বিএনপি নেতা জাকির ডাকুয়ার নামে সড়ক অবরোধ করিয়েছে। কোচিং সেন্টার ভাংচুরের সাথে তিনি জড়িত নয়। কোচিং সেন্টারের মালিক ফয়সাল খান ও নীলিমা ম্যাডাম নিজেরা ভাঙচুর করেছে। বিষয়টি তারা বুঝতে পেরে জাকির ডাকুয়ার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। তারা অবিলম্বে জাকির ডাকুয়ার নামে মামলা প্রত্যাহারের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST