মোঃ সুমন ভূঁইয়া-বরিশাল জেলা প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাকেরগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান, আলাউদ্দিন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মোল্লা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন ফলজ গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।