হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাটের কৃতি সন্তান ইয়ন ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এইচ,এম,বেল্লাল সমাজসেবা ও ব্যবসায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।৭ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী ঢাকার বিজয়নগর অবস্থিত অভিজাত অয়েট থ্রি স্টার হোটেলে একুশে স্মৃতি পরিষদের উদ্যোগে শীতের পড়ন্ত বিকালে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইয়ন ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বাগেরহাটের কৃতি সন্তান এইচ,এম,বেল্লাল এর হাতে সাবেক ধর্ম ও প্রাণী সম্পদ মন্ত্রী এম,নাজিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে এই পুরস্কার তুলে দেন। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নরসিংদি ডিগ্রি কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক, একুশে স্মৃতি সংসদের সহ-সভাপতি শাহা আমল চুন্নু,ইয়ন ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচাল এইচ,এম,বেল্লাল এর ঘনিষ্ঠ বন্ধু বাগেরহাট পিসি কলেজের ছাত্র সংসদের সাবেক ছাত্রনেতা তুফান প্রমুখ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংসদের উপদেষ্টা মমতাজুল করিম। বাগেরহাটের কৃতি সন্তান ইয়ন ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এইচ,এম,বেল্লাল সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বোজলুর রহমানের গর্বিত সন্তান। উল্লেখ্য,এইচ,এম,বেল্লাল দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকায় সুনামের সাথে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সমাজ সেবায় অবদান রেখে চলেছেন।