হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের ফকিরহাটে পর্যটক পরিবহনের সাথে মটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষের ঘটনায় মটরসাইকেল আরোহী চাচা মো.আশরাফুল ইসলাম ঘোরামী (৪৫) নিহত ও ভাতিজা রনি ঘোরামী (১২) আহত হয়েছেন। সোমবার দুপুরে (৯ডিমেম্বর) খুলনা-ঢাকা মহসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার তৈয়আলী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে, মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নুরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোঃআশরাফুল ইসলাম ঘোরামী সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার গাবুরা এলাকার মৃত মোঃ মমিন উদ্দিনের ছেলে। এসময় আহত রনি ঘোরামী (১২) কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কারনে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয় মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নুরুজ্জামান জানান, সোমবার দুপুরে (৯ ডিসেম্বর) ১টার দিকে মোঃ আশরাফুল ইসলাম ঘোরামী তার ভাইপো রনিকে নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। বাগেরহাটের ফকিরহাটের তৈয়বআলী বটতলা এলাকায় এসে পৌছালে খুলনাগামী একটি যাত্রীবাহী পর্যটক পরিহবের সাথে তাদের মুখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে, ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী মোঃ আশরাফুল ইসলাম ঘোরামী নামে ১(এক) শ্রমিক নিহত হন। এসময় সাথে থাকা ভাইপো রনি গুরুত্বর আহত হন।
এ ঘটনার খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও তার সহযোগি পালিয়ে গেছে। নিহত মোঃ আশরাফুল ইসলাম ঘোরামী গোপালগঞ্জে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন বলে জানা যায় ।