ঢাকাSunday , 26 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী ট্রলার ডুবি।

Link Copied!

বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের মোংলা নদীতে খেওয়া ঘাটে,

অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

রোববার (২৬ মে) সকাল ৯টার দিকে মোংলা বাসস্যান্ড খেওয়া ঘাট থেকে মোংলার মামারঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

ধারণক্ষমতার বেশি যাত্রী থাকায় থাকার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের অধিকাংশ মোংলা ইপিজেডের কারখানার শ্রমিকরা ছিলেন।

 

তাৎক্ষণিকভাবে অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠছেন। নদীর পাড় এলাকায় ট্রলারটি ডুবে যাওয়ায় কিছু যাত্রী উঠে এলেও কেউ কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

তবে কতজন নিখোঁজ আছেন তা এখনও নিশ্চিত করে জানাতে পারছে না প্রশাসন। কেউ নিখোঁজ থাকলে তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ইউএনও নিশাত তামান্না বলেন, ট্রলার দুর্ঘটনার পরপরই খোঁজ রাখছি। কোনো যাত্রী নিখোঁজ আছেন কি না, সে বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রীদের স্বজনরা। ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST