হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
বাগেরহাটের মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মোংলা পৌর যুবলীগের সহ-সম্পাদক মো: ইমরান হাওলাদারসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মোংলা উপজেলার মিঠাখালি ও পৌর শহর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানেে পৌর যুবলীগের সহ সম্পাদক মো. ইমরান হাওলাদার, মিঠাখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক ননী গোপাল তাফালী ও মিঠাখালী গোয়ালিমেঠ এলাকার আ’লীগ কর্মী আয়তুল্লাহ শেখকে আটক করা হয়।
মোংলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন গণমাধ্যমকর্মীদের বলেন, অপারেশন ডেভিল হান্টে নতুন করে ৩ জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।