ঢাকাWednesday , 23 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়টি রূপান্তরিত করা হচ্ছে কলেজিয়েট স্কুলে।

দেশ চ্যানেল
July 23, 2025 1:29 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটের রামপালের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয় কে কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করা হয়েছে। চলতি বছরেই একাদশ শ্রেণীতে ভর্তির মাধ্যমে পাঠদান শুরু হতে যাচ্ছে। বুধবার (২৩ জুলাই) এ সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন যশোর বোর্ড প্রশাসনের ডেপুটি কলেজ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম।

জানা গেছে, রামপাল উপজেলা থেকে প্রত্যন্ত অঞ্চল মল্লিকেরবেড় ইউনিয়ন ও এর আশপাশের এলাকাগুলোতে ১৫/২০ মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসা রয়েছে। মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে সকল কলেজের দূরত্ব নূন্যতম ২০ থেকে ৩০ কিলোমিটার। এলাকার অধিকাংশ মানুষ দারিদ্রসীমার মধ্যে বসবাস করেন। সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহণ করানোর মানসিকতা থাকলেও সাধ্যের মধ্যে না থাকার কারণে এসএসসি পাশের পরে অধিকাংশ শিক্ষার্থীরা ঝরে পড়ে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের লেখা পড়া বন্ধ হয়ে যায়। বাবা মা মেয়ে সন্তানদের বোঝা মনে করে ১৭/১৭ বছরের মধ্যে বিয়ে দিয়ে দেন।

গত স্বাধীনতার ৫৪ বছর পরেও ওই এলাকায় শিক্ষার এমন দৈন্যদশায় উচ্চ শিক্ষার হার আশংকাজনক হারে হ্রাস পেয়েছে। এমতাবস্থায় এগিয়ে আসেন এলাকার বাসিন্দা বর্তমান সরকারের খাদ্য পরিচালক ও বিদ্যালয়ের সভাপতি মো. আমিনুল ইসলাম (যুগ্ম সচিব), মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাওলাদার আ. আলীম, প্রধান শিক্ষাক সন্তোষ কুমার পাল, চীন প্রবাসী সমাজসেবক আল মামুন হাওলাদার, বাগেরহাট জেলা যুবদলের হাওলাদার জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা সাজারুল ইসলাম সাজুসহ গণ্যমান্য সচেতনসমাজ। তারা উচ্চ শিক্ষাকে নারীদের দোরগোড়ায় পৌছে দিতে নানান উদ্যোগ গ্রাহন করেন।

যশোর বোর্ডের চেয়ারম্যান এর কাছে আবেন করেন কলেজিয়েট স্কুলের জন্য। কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া দেন। এক পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির অনুমোদন দেন। একাদশ শ্রেণী উপযোগী ক্লাসরুম আছে কি না? অবকাঠামো আছে কি না, তা সরোজমিনে দেখার জন্য পরিদর্শণে আসেন ডেপুটি কলেজ পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি ক্লাস পরিচালনার সম্ভাব্যতা যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি জানান, এলাকার সমস্যা সরোজমিনে দেখলাম। এখানে কলেজিয়েট স্কুল খুবই প্রয়োজন। কেন এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণী খোলা হয়নি সেটি বোধগম্য নয়। তবে একাদশ শ্রেণী খোলার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করবো।

এলাকার সহাস্রাধীক মাধ্যমিক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতনমহল একাদশ ও দ্বাদশ শ্রেণী খুলে পাঠদানের দাবী করেন। বিদ্যালয়টি পরিদর্শনে আসার খবর পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী জড়ো হন বিদ্যালয়ে। তারা ফুল দিয়ে অথিতিকে বরণ করেন এবং দ্রুত একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাবস্থার জোর দাবী করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST