হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হুমায়ূন কবির শেখকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকার আশুলিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামপাল থানা পুলিশ সফলভাবে হুমায়ূন কবির শেখকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ডাকরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বেলায়েত আলি শেখ।
গ্রেপ্তারের বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “আসামি হুমায়ূন কবির শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আমাদের টিম নিয়মিত গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করতে সক্ষম হই। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
এদিকে দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় এলাকাবাসীর মাঝে ভীতি ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তার গ্রেপ্তারের পর সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।