হারুন শেখ সটাপ রিপোর্টর বাগেরহাট জেলা।।
বাগেরহাটে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় করেন, বাগেরহাটের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে, বাগেরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।
এ সভায় সময় তিনি উপস্থিত সকল সংবাদকর্মীদের সাথে তিনি পরিচিত হন, এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন।
বাগেরহাটের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ কোন দলের নয়, পুলিশ রাষ্ট্রের,পুলিশ তার আইন ও নিয়ম অনুযায়ী জনগণের সেবা করবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে। তিনি আরো বলেন, সাংবাদিকরা হলেন পোশাক ছাড়া পুলিশ। পুলিশ যেমন অপরাধীদের দমনে কাজ করেন, সাংবাদিকরাও তেমনি অপরাধীদের তথ্য প্রকাশ করেন, আজকে সাংবাদিকরা হল সমাজের দর্পণ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মাসুদ রানাস,হ বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।