মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলন ব্যাবসায়ীরা প্রশাসন কে তোয়াক্কা না করে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে বালু উত্তলন অব্যাহত রেখেছে। বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের পোলঘাট হতে কলাবাড়িয়া আদর্শ গ্রাম পর্যন্ত এলজিইডির একটি রাস্তা নির্মান করছে। এই রাস্তার কাজের ধুলাবালু অবৈধ্য ড্রেজার দিয়ে উত্তেলন করছে নদী থেকে। এই বালু উত্তেলনকে নিয়ে প্রশাসন ও বালু ব্যাবসায়ীরা চোর পুলিশ খেলছে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার বলছে বালু তোলা হবে না। তিনি লোক পাঠিয়ে বালু তোলা বন্ধ করেন। আর অবৈধ বালু ব্যাবসায়ীরা তারা চলে আসার পর আবার বালু তোলা শুরু করেন। এবার বালু ব্যাবসায়ীরা দড়াটানা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তেলন করছে। শনিবার ১২ টা ১৯ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার বলেন বালু তোলা বন্ধ করেছিল । অথচ শনিবার বেলা ১২ টা ১৯ মিঃ সময় ও রিতিমত নদীথেকে বালু উত্তোলন চলছিল।
বিষেশজ্ঞদের মতে বালু উত্তোলনের ফলে এক টা সময় এ অঞ্চল ডুবে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন আদর্শ গ্রামের কাছের নদী থেকে বালু উত্তোলনের ফলে একসময় আদর্শগ্রাম ক্ষতিগ্রস্থ হতে পারে।
এদিকে শনিবার বিকাল ৪ টা ১১ মিনিটে এই রাস্তায় নিয়োজিত বালু সরবরাহকারী ছুটুল নামে এক বালুব্যাবসায়ী এই প্রতিবেদক কে বলেন উপজেলা নির্বাহী অফিসার আমাকে (ছুটুল) বালু তুলতে বারন করেছে। ছুটুল এই প্রতিবেদকের কাছে জানতে চায় বাংলাদেশের অনেক কিছু আছে অবৈধ সেগুলির দিকে নজর না দিয়ে আপনারা আমাদের এই বালুর দিকে কেন নজর দিচ্ছেন।
এই বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।