হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের রাজাপুর গ্রামের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ইটের কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাস।বুধবার ১৯ ফেব্রুয়ারি সকাল এগারটায় এলাকাবাসী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের উপস্থিতিতে রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃনাসরিন সুলতানা,বেমরতা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত,ডাঃ তুহিন,ঠিকাদার সরদার নাসির উদ্দিন লনি,সরদার ফজলে আলী,কালাম শেখ,রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা সহ এলাকাবাসী। দুর্যোগ ব্যবস্থাপনার অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থবছরে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রাজাপুর গ্রামের সিরাজ শেখের বাড়ির সামনের রাস্তা পর্যন্ত ৫০০ মিটার ইটের কার্পেটিং কাজের ব্যয় ধরা হয়েছে ৩৭ লক্ষ ১৬ হাজার ৮৭৫ টাকা। মিসেস হাবিবা অটো হাউস ঠিকাদারি প্রতিষ্ঠান এই রাস্তার কাজ করছে। রাজাপুর গ্রামে রাস্তার ইটের কাপেটিং হলে এলাকাবাসী ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বর্ষা মৌসুমে দীর্ঘদিনের দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবে।