ঢাকাMonday , 9 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বাগেরহাটে গৃহবধূকে মারধরের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার দেড় বছরের কারাদন্ড

    দেশ চ্যানেল
    October 9, 2023 3:50 pm
    Link Copied!

    মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

    বাগেরহাট জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধু ও পরিবারের সদস্যদের মারধরের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার দেড় বছরের সশ্রম কারাদন্ড প্রদান করছে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আসাদুল ইসলাম এ আদেশ প্রদান করেন। এর আগে বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের শেখ নূর মোহাম্মাদের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে শেখ এনামুল হাসানসহ ৪ জনকে আসামী করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩২৫ ধারায় এ মামলা করেন।
    মামলা সূত্রে জানা যায়, রনবিজয়পুর গ্রামের শেখ নূর মোহাম্মাদের সাথে সদর উপজলার সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ এনামুল হাসানের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১৫ সালে শেখ এনামুল হাসান ও তার লোকজন জমি দখল করতে যায়। এ সময় শেখ নূর মোহাম্মাদের স্ত্রী কুলসুম বেগম ও তার পরিবারের লোকজন বাধা দেয়, এতে ক্ষিপ্ত হয়ে শেখ এনামুল হাসান ও তার লোকজন লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। আসামিদের হামলায় কুলসুম বেগমের হাত ভেঙ্গে যায় ও গুরুত্বর জখম হয়। এ সময় স্থানীয়রা আহত কুলসুম বেগমসহ তার পরিবারের সদস্যদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে কুলসুম বেগম বাদী হয়ে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০২/১৫।
    পরে সকল সাক্ষী প্রদানের ভিত্তিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আসাদুল ইসলাম গত ১০ অক্টোবর মামলার প্রধান আসামিকে দেড় বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায় আরো ১ মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার বাকি আসামিদের বেকুসুর খালাস প্রদান করেন। মামলার বাদী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড. অমল চদ্র কর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST