মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে বাসী মাংস বিক্রির অপরাধে হারুণ অর রশীদ নামের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজারের ওই ব্যবসায়ীকে অর্থদন্ডাদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময় ওই দোকানে থাকা ১৫ কেজি বাসী মাংস ধ্বংস করা হয়।
এছাড়া একই বাজারে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়, মূল্য তালিকা না থাকার অপরাধে আরও ৬টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় ৭টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে সচেতন করা হয়েছে।