মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার দরগার মোড় এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে এবং মাঝখানের সড়ক বিভাজনে প্রতি শুক্র ও মঙ্গলবার বসে এ হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ব্যবসায়ী সুপারি বেচাকেনা করতে আসেন এখানে। সুপারির হাটের জন্য নির্ধারিত স্থান না থাকায় ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে এখানে সুপারি বেচাকেনা করেন। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে মহাসড়কে চলাচলরত দ্রুতগতির যানবাহন, ক্রেতা ও বিক্রেতাদের।
সরেজমিন বাগেরহাটের দরগা হাট গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন স্থান থেকে উৎপাদিত সুপারি ভ্যান, নসিমন ও অটোরিকশা করে সুপারি বিক্রি করতে এসেছেন বিক্রেতারা। এ সময় তারা মহাসড়কের দু’পাশ সহ মাঝখানের সড়ক বিভাজনে ভ্রাম্যমান দোকান বসিয়ে সুপারি বেচাকেনা করছেন। দোকানগুলোর দুপাশ থেকেই চলাচল করছে বাস ট্রাক সহ বিভিন্ন যানবাহন। কেউ কেউ মহাসড়কের উপর দাঁড়িয়ে রাস্তায সুপারি ভরছেন। ক্রেতারাও ঝুঁকি নিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে সুপারি দেখছেন ও ক্রয় করে নিয়ে যাচ্ছেন। অপরদিকে সুপারি পরিবহনের জন্য থামিয়ে রাখা যানবাহনের জন্য দেখা দিয়েছে যানজট। ব্যবসায়ীরা বলছেন মহাসড়কের দক্ষিণ পাশে এই হাটে সবজি ও মাছ বিক্রয়ের জন্য নির্ধারিত স্থান থাকলেও সুপারি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত কোনো স্থান নেই। তাই বাধ্য হয়ে তারা ঝুঁকি নিয়ে সড়কের মাঝখানে বসে সুপারি বিক্রি করছেন। মাঝেমধ্যে দুর্ঘটনার স্বীকারও হচ্ছেন তারা।
কচুয়ার মঘিয়া থেকে সুপারি বিক্রি করতে আসা রবিউল বলেন, এই হাটে সুপারি ক্রয়-বিক্রয় করতে কোন খাজনা দিতে হয় না তাই এখানে সুপারি বিক্রি করলে বেশি লাভ হয়। যখন সুপারির সিজন থাকে তখন প্রতি সপ্তাহে প্রায় ৫০-৬০ জন ব্যবসায়ী রাস্তার পাশে এবং সড়ক বিভাজনে বসে সুপারি বেচাকেনার কাজ করেন। একটু লাভের আশায় ঝুঁকি নিয়ে রাস্তায় উপর বসে বেচাকেনা করছি। সব সময় ভয়ে থাকি কখন যেন গাড়ি উঠে যায় গায়ের উপর।
সুপারি বিক্রি করতে আসা অপর বিক্রেতা রুবেল বলেন, বিভিন্ন বাগান থেকে উৎপাদিত সুপারি সংগ্রহ করে এখানে বিক্রি করতে এসেছি। এই হাটে সুপারির দাম মোটামুটি ভালো পাওয়া যায় এবং মহাসড়কের উপর হওয়াতে পরিবহন ব্যবস্থা ভালো থাকায় বেশি ক্রেতা এখানে আসে। কিন্তু হাটে মাছ তরকারি ও অন্যান্য বিক্রেতার জন্য নির্ধারিত স্থান থাকলেও সুপারি বিক্রেতাদের জন্য নির্ধারিত কোন স্থান নেই তাই বাধ্য হয়ে রাস্তার মাঝখানে সড়ক বিভাজনের ফাঁকা জায়গায় বসে সুপারি বিক্রি করছি। রাস্তায় মাঝখানে সুপারি বেচাকেনা করতে বেশ ভোগান্তী পোহাতে হচ্ছে। যখন ক্রেতারা সুপারি কিনতে আসে তখন তারা সড়কের উপরে দাঁড়িয়ে সুপারি দেখান। এসময় এখান থেকে বাস ট্রাক চলাচল করতেও অসুবিধা হয়। যদি সুপারি বিক্রেতাদের জন্য নির্ধারিত স্থান করে দেওয়া হয়, তাহলে ক্রেতা বিক্রেতাদের এই ভোগান্তি কমবে এবং মহাসড়কের উপর থেকে স্বাচ্ছন্দে যানবাহন যাতায়ত করতে পারবে। আমরাও নিশ্চিন্তে বেচাকেনা করতে পারব।
সুপারি কিনতে আসা পলক দেবনাথ বলেন, শহর থেকে এখানে খুব সহজে আসা যায় তাই দোকানের জন্য সুপারি কিনতে এসেছি। সপ্তাহে দুদিন এখানে সুপারি কিনতে আসি। কিন্তু সুপারি কেনার সময় মহাসড়কের মাঝখানে দাঁড়িয়েছি সুপারি পছন্দ করে কিনতে হয় এ সময় দুর্ঘটনার বেশ ঝুঁকি থাকে। হাটের জন্য যদি নির্ধারিত স্থান ঠিক করে দেওয়া হয় তাহলে আমাদের এই ভোগান্তি কমবে।
বাগেরহাটের তালুকদার পরিবহনের ড্রাইভার রাকিবুল রাজ বলেন, বাগেরহাটের দরগার হাট এলাকাটি পর্য্টন এলাকা হওয়ায় অন্যান্য স্থানের চাইতে লোকজনের সমাগম বেশি থাকে। সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার মাজার এলাকায় সাপ্তাহিক হাট হওয়ায় অন্যান্যে দিনের তুলনায় ভীড় একটু বেশি থাকে। বর্তমানে আবার রাস্তার পার্শ্বে প্রচুর ব্যবসায়ি সুপারি বেচাকেনা করছে। এতে আমাদের পরিবহন চালাতে মারাত্মক সমস্যা হচ্ছে। যানজট লেগে থাকায় অত্যন্ত ঝুকির মধ্যে পরিবহন চালানো হচ্ছে।
বাগেরহাট ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দরগার হাটটি মহাসড়কের পার্শ্বেই অবস্থিত। হাটের দক্ষিণ পাশে সবজি , মাছ ও হাস-মুরগী বিক্রযে়র জন্য নির্ধারিত স্থান থাকলেও সুপারি ব্যবসায়ীদের জন্য জায়গা সংকটের কারনে নির্ধারিত কোনো স্থান এখনো ব্যবস্থা করতে পারি নাই।। তাই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে সড়কের পার্শ্বে বসে সুপারি বিক্রি করতে হচ্ছে। আশাকরি খুব স্বল্প সময়ের মধ্যে সুপারি ও নারকেল বিক্রীর জন্য স্থান নির্ধারন করতে পারবো।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, মহাসড়কের উপর ব্যবসায়ীদের দোকান নিয়ে বসার ফলে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান করা হবে।