হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশনের বেশরগাতী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) সকালে এই ইন্সটিটিউটসহ ফাউন্ডেশনের আওতাধীন আরও পাঁচটি প্রতিষ্ঠান তিনি ঘুরে দেখেন।
এসময় নাসরীন আফরোজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লতিফ মাস্টার ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা এবং জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
ফুলেল শুভেচ্ছা শেষে তিনি প্রয়াত গুণিজন শিক্ষক লতিফর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে পা রাখেন। এরপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বায়তুল লতিফ জামে মসজিদ, স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধা নিবাসসহ নির্মানাধীন অন্যান্য প্রতিষ্ঠান দেখার পাশাপাশি ফাউন্ডেশনে চলমান ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের খোঁজ খবর নেন।
বাগেরহাটের তরুণদের কারিগরি দক্ষতার প্রশিক্ষণে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, বেকারত্ব দূর করতে তরুণদের কারিগরি দক্ষতা বাড়াতে হবে।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের এমন মানবিক কর্মকাণ্ডের দেখে তিনি ড.মোঃ ফরিদুল ইসলাম বাবলু ও আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল জগলুকে ধন্যবাদ জানান। এই দুজনের নেতৃত্বেই চলছে ফাউন্ডেশনটি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথিতযশা আইনজীবী শেখ মোশাররফ হোসেন মন্টু, কৃষিবিদ কামরুল ইসলাম, লতিফ মাস্টার ফাউন্ডেশনে দায়িত্বরত সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সাবেক বিজিবি কর্মকর্তা কবির হোসেন মিন্টু, পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামীম, অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন, শিক্ষক শাহজাহান, শিক্ষক মেফতা উদ্দিন, অ্যাডভোকেট নুরল ইসলাম, অ্যাডভোকেট হিরক মীনা, অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, গণপূর্ত কর্মকর্তা আল-ইমরান, বোরহান, সুমন হাওলাদার, স্বেচ্ছাসেবক টিম লিডার আমানুল মেম্বার, মাহফুজ ও সালমান, ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসক টিম লেডার ডাঃ প্রদীপ কুমার বকসী, ডাঃ শেখ রিয়াদুজ জামান, এবং ডাঃ ইমতিয়াজ আহমেদ।
এতিম শিশুরা সচিব নাসরীন আফরোজকে কাছে পেয়ে মাতৃস্নেহের সাধ পায়। এ সময় তিনি নিজের ব্যাগ থেকে বিস্কুট ও চকলেট বের করে শিশুদের উপহার দেন।
এর আগে সচিব নাসরীন আফরোজ লতিফ মাস্টার ফাউন্ডেশনের আরেকটি প্রতিষ্ঠান শহরের পঁচাদিঘী পাড়ে অবস্থিত উসেকা কার্যালয় পরিদর্শন করেন।