হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য, খুলনা সিটি করপোরেশন মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক’র সহধর্মিণী বেগম হাবিবুন নাহার।
রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪.০০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের তালিকায় সংসদীয় ৯৭ বাগেরহাট -৩ আসনে বেগম হাবিবুন নাহারের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি)।
বেগম হাবিবুন নাহার একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ ও জাতীয় সংসদের বারবার নির্বাচিত সদস্য। তিনি ১৯৫৪ সালের ১৮ সেপ্টেম্বর বিখ্যাত বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এরপর তালুকদার আব্দুল খালেকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
২০০৮ সালে প্রথম বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আবারও নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান ও তিনি সফল ভাবে সে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মোট ০৯জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিচার-বিবেচনা করে আবারও এ আসন থেকে হাবিবুন নাহারকে নৌকার টিকিট প্রদান করা হয়। হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়ায় রামপাল উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।