রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি: রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু এবং বাঘাইছড়ি থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করা, থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে আরো সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় কর্তৃক প্রদত্ত ০২ (দুই) টি নতুন ডাবল কেবিন গাড়ী স্ব স্ব অফিসার ইনচার্জগণের নিকট হস্তান্তর করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটিবাসীর সেবার সুবিধার্থে রাঙ্গামাটি জেলা পুলিশের জন্য নতুন দুইটি ডাবল কেবিন গাড়ি বরাদ্দ দেওয়ায় মাননীয় আইজিপি মহোদয়, পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (লজিস্টিকস) মহোদয়, অতিরিক্ত ডিআইজি (ট্রান্সপোর্ট) মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গাড়ী হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ শাহ ইমরান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।