আবুজর গিফারী,
বেড়া উপজেলা প্রতিনিধি।
গতকাল ৭ আগস্ট ২০২৩ সোমবার, আনুমানিক সময় বিকেল ছয়টা থেকে শাহজাদপুরের বাঘাবাড়ী তেলের ডিপোতে আগুন লাগে। শাহজাদপুরের বাঘাবাড়িতে তিনটা কোম্পানির তেলের ডিপো আছে পদ্মা মেঘনা যমুনা। তিনটা ডিপোর মধ্যে মেঘনা ডিপোর পাশেই একটা বাংলা পেট্রোলের গাড়ি ছিল। সেই গাড়িটিতে আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে একযোগে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের কর্মীরা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় দেড় ঘন্টা ধরে কাজ করে আগুন নেভাতে সক্ষম হন। বিস্ফোরণ হওয়ার ভয় থাকা সত্বেও বৃষ্টিতে ভিজে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত সকলের সহযোগিতায় অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। আগুন নেভানোর কাজে তারা বালির ব্যবহার করেন। কিভাবে আগুন লাগল আগুন লাগার উৎস জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত না হলেও কেউ আহত হয়নি। এখানে উত্তরবঙ্গের ট্যাংকলরি সমিতির কর্মকর্তারা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন । তারাও আগুন নেভাতে সহযোগিতা করেন।