ঢাকাThursday , 28 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাজারফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবিতে খাগড়াছড়িতে পিসিসিপির স্মারকলিপি প্রদান।

দেশ চ্যানেল
August 28, 2025 1:49 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে বাজারফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানার মাধ্যমে এ স্মারকলিপি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাজারফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ সুবিধা গ্রহণ করে আসছেন। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে বর্তমানে এ প্রক্রিয়া বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য সংকুচিত হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না এবং কর্মসংস্থানের সুযোগ কমছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, ব্যাংকগুলোও লোকসানের মুখে পড়ছে।

পিসিসিপির সভাপতি ও সম্পাদক অভিযোগ করে বলেন, হঠাৎ করে জেলা প্রশাসকদের সিদ্ধান্ত রহস্যজনক এবং এটি কোনো অদৃশ্য শক্তির নীলনকশার অংশ হতে পারে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাজারফান্ড জমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান না হলে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ, খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কলেজ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাগর খান, জেলা কমিটির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ওসমান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST