ঢাকাTuesday , 7 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বানদরবান লামায় হাতির আক্রমণ, কৃষকের মৃত্যু ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যহাতি নিহত।

    দেশ চ্যানেল
    January 7, 2025 9:43 am
    Link Copied!

    মোঃ আরফাতুল ইসলাম কক্সবাজার -প্রতিনিধি:

    বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী  ইউনিয়নের  ও চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী সীমানা পার্শ্ববর্তী এলাকা কুমারী চাককাটা এলাকায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতি নিহত হয়েছে। গতকাল সোমবার (০৭ জানুয়ারী) রাতে কুমারীতে এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎ এর তারে জড়িয়ে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে গতরাতে বন্যহাতির হামলায় পাশ্ববর্তী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এক কৃষক মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ফরিদুল আলম (২৭)। তিনি দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে বলে জানাগেছে।

    স্থানীয় লোকজন জানায়, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউখেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। এক সপ্তাহ ধরে একটি বন্য হাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিচ্ছে। খেতখামার নষ্ট করছে। লাউখেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। দিবাগত রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

    উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, লামা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা  আতা ইলাইহি  বলে আমরা সকালে শুনতে পেয়েছি এখন ঘটনাস্থলে  উপস্থিত আছে তদন্ত করা হচ্ছে  রিপোর্ট  আসলে বিস্তারিত বলা যাবে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST