মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে মাদারগঞ্জের নির্বাচনী হাওয়া। বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে এলাকার মসজিদের সমাজ ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭ টায় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু’র বাড়ী প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী’র সভাপতিত্বে ও সদস্য সচিব রায়হান রহমতুল্ল্যাহ রিমু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল ও শফিউল আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনোয়ারুল হাসান উজ্জল, শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক নুরনবী লুলু সরকার, কৃষকলীগের সভাপতি শামিম আহম্মেদ দুদু, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সরদার আব্দুল হাই ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার, বালিজুড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজি ও সাধারণ সম্পাদক আব্দুল হক নবা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কী সহ উপজেলা,শহর,ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।