আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া বড়িতলী গ্রামের কয়েকজন বিএনপি নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা সম্প্রতি একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
গতকাল দুপুরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের খানপুর ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি কর্মী ময়না চৌধুরী, এ ছাড়াও শ্রাবণ সরকার, চারলি সরকার ও আবু বক্কর।
বক্তব্যে মোখলেছুর রহমান বলেন, সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে, পূর্বের বালু ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে গজারিয়া বড়িতলী গ্রামে একজন সাবেক ব্যবসায়ীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। আমরা এই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এমন কোনো ঘটনার বিষয়ে কিছুই জানেন না এবং পুলিশি তদন্তেও কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বরং আমরা এলাকার কিছু ব্যক্তি কর্তৃক পরিচালিত মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি বলেই এই মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে আমাদের সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে।
সংবাদ সম্মেলনে তারা আরও অভিযোগ করেন, বারদুয়ারিপাড়া এলাকার রাঞ্জুর ছেলে হিমেল একজন অভি হত্যাকান্ডের মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং জোবায়ের রহমান জবানকে নিয়ে মাদকের একটি চক্র গড়ে তুলেছে। এই চক্রই পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এছাড়াও, এক লাখ টাকা ঘুষ দিয়ে কাউকে গ্রেফতার করানোর অভিযোগ সম্পর্কেও তারা বলেন, এটি একটি মনগড়া, ভিন্ন ঘটনা (সমিতির টাকা আদায় সংক্রান্ত) ব্যবহার করে নিজেদের অপরাধ আড়াল করার চক্রান্ত।
সংবাদ সম্মেলনে বক্তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাদক চক্র ও কুচক্রী মহলের মিথ্যা প্রচারণা রুখে দিতে এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।