আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় (চাপড়া বিল) প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাসাইল-সখীপুর সড়কের পাশে মনোমুগ্ধকর চাপড়া বিলে দর্শক-শ্রোতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়। নৌকা বাইচ দেখতে সড়কের পাশে এবং বিলে ছোট-বড় নৌকা নিয়ে এসে হাজার হাজার দর্শনার্থী জড়ো হয়। এ সময় বাইচটি সুন্দরভাবে পরিচালনা করতে বিলে পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক দল টহল দেন।
এদিকে, নৌকা বাইচের জন্য বাসাইল-সখীপুর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। যান চলাচল বন্ধ রেখে নৌকা বাইচ পরিচালনা করায় যাত্রীসাধারণ চরম ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আখতার হোসেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন আনোয়ার খান মডেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কিডনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এমএ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারি সচিব আমীন শরিফ সুপন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ,
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক প্রমুখ।
প্রতিযোগিতায় মা-বাবার দোয়া নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। এ নৌকার মালিক প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল লাভ করে। আর চাচা-ভাতিজা নামের নৌকাটি দ্বিতীয় স্থান অধিকার করে। এ নৌকার মালিককে ফ্রিজ দিয়ে পুরস্কৃত করা হয়।