জেলা প্রতিনিধি নড়াইল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।তিনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তিনি এদেশের মাটি ও মানুষকে ছেড়ে যান নাই।আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

