আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বেড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ৮:০০ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন বিভাগীয় দপ্তর, রাজনৈতিক দলসমূহ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাল্যদান করা হয়। সকাল ৯ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ মোরশেদুল ইসলাম। পতাকা উত্তোলনের সাথে সাথে গাওয়া হয় জাতীয় সংগীত (বেড়া শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জাতীয় সংগীত গাওয়া হয়)৷ এরপর বিজয়মেলা উদ্বোধনের মধ্য দিয়ে সকালের অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।