মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিজয় মিছিলে অংশ নিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।বুধবার সকাল ১০ ঘটিকার দিকে বাড়ি মজলিস এলাকা হতে মোগরাপাড়া ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি মাসুম বিল্লাহ প্রধানের নেতৃত্বে এক বিজয় মিছিল নিয়ে সোনারগাঁও উপজেলার দিকে যেতে থাকে,মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন দেখতে পাওয়া যায় এবং নেতাকর্মীদের স্লোগান ছিলো-জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,জয় কালাম ভাইয়ের জয়,জয় সোনারগাঁবাসীর জয় আরো বিভিন্ন রকমের শ্লোগানে মুখরিত ছিলো সোনারগাঁয়ের রাজপথ।বিজয় মিছিলটি উপজেলা চত্বরে পৌঁছালে উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম তাদেরকে অভিনন্দন জানায়।মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ প্রধান উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।বিজয় মিছিল শেষে-মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ প্রধান বলেন-উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম যেন,আপনাদের সেবায় নিয়োজিত থাকতে এবং উন্নয়নমূলক কাজগুলো উপহার দিতে পারেন।তিনি আরো বলেন দেশনেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যানের পাশাপাশি সোনারগাঁবাসী সকলকে এক হয়ে কাজ করতে হবে।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা।