ঢাকাFriday , 26 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বিজিবি সেনার মরদেহ ফিরল হেলিকপ্টারে।

    দেশ চ্যানেল
    January 26, 2024 1:56 am
    Link Copied!

    মোখলেছুর রহমান মনির
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়ামে হেলিকপ্টারে নিহত বিজিবি সদস্য রাইস উদ্দিন এর মরদেহ ২৫/০১/২০২৪ ইং তারিখে বিকেল সাড়ে ৪ টার সময় পৌঁছে। এরপর অ্যাম্বুলেন্সে তার সাহাপাড়া-শ্যামপুর গ্রামে পৌছায়।
    সন্ধ্যায় মরহুমের জানাজা ও দাফন অনুষ্ঠিত হয় তার নিজ গ্রামে।

    বিএসএফের গুলিতে নিহত রইস উদ্দিনের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে চলছে শোকের মাতম

    রইস উদ্দিন
    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-শ্যামপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। ২০১৫ সালের জুনে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সৈনিক পদে যোগ দেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধ্যানখোলা বিওপিতে কর্মরত ছিলেন। গত সোমবার ভোরে বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মারা যান তিনি। পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায় তাদের হেফাজতে। চাকরির ৮ বছরের মাথায় বিএসএফের গুলিতে জীবন দিতে হল সীমান্তের অতন্দ্র প্রহরী ২৫ বছর বয়সী এই সৈনিককে।

    সোমবার ভোরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনয়ান লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল এই সৈনিকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
    সংশ্লিষ্টদের তথ্যমতে,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনার সময় টহলরত বিজিবি সদস্যরা খবর পায়। এসময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা গরু ফেলে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। এসময় বিজিবির টহল দলের সদস্য সৈনিক রইস উদ্দিন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশায় দলছুট হয়ে পড়েন। এরপরে তাঁকে আর খুুঁজে পাওয়া যায়নি। পরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাছে খবর আসে বিএসএফ’র গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রইস উদ্দিন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST