মোঃ শুভ ইসলাম
গাইবান্ধা সদর প্রতিনিধি।
গাইবান্ধা, ২৯ সেপ্টেম্বর ২০২৫:
বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) গাইবান্ধা জেলা ইউনিট।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন নির্ভর করে সারের উপর। বিদ্যমান সার নীতিমালা ২০০৯ কৃষকবান্ধব ও বাস্তবসম্মত হওয়ায় তা বহাল রাখা জরুরি। এ নীতিমালায় পরিবর্তন আনা হলে কৃষি খাত সংকটে পড়বে এবং কৃষকের উৎপাদন ব্যাহত হবে।
বক্তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো,
১. বিদ্যমান সার ডিলারদের ডিলারশিপ বহাল রাখা, এমনকি একই পরিবারের একাধিক সদস্য আইনগত দলিলপত্র প্রদর্শন করতে পারলে তাদের ডিলারশিপের সুযোগ বজায় রাখা।
২. প্রতিটি ইউনিয়নে ৩ জনের পরিবর্তে ২ জন ডিলার রাখার ব্যবস্থা করা, যাতে ব্যবসা টিকে থাকে।
৩. ডিলাররা মনোনীত প্রতিনিধির মাধ্যমে নিয়মিত টাকা জমা ও সার উত্তোলন করলে সেই প্রতিনিধির মাধ্যমেই ডিলারশিপ পরিচালনার বিধান রাখা।
৪. পরিবহন খরচ ও বিক্রয় কমিশন বৃদ্ধি করা। কারণ জ্বালানি, ব্যাংক সুদ, গুদাম ভাড়া, লোড-আনলোডসহ আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি পেলেও কমিশন সমন্বয় হয়নি।
৫. ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে বিক্রিত সারের ওপর আগাম কর আরোপ না করা, অন্যথায় সারের বাজার অস্থিতিশীল হবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।
বক্তারা বলেন, বিদ্যমান নীতিমালা বহাল থাকলে কৃষকরা সময়মতো ও সঠিক দামে সার পাবেন, যা খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে সার ব্যবসায়ীরাও ন্যায্য উপায়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) গাইবান্ধা জেলা ইউনিটের সভাপতি সুদের কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম রিপনসহ সার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।