ঢাকাTuesday , 18 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বিদ্যুৎ স্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু।

    দেশ চ্যানেল
    June 18, 2024 12:23 pm
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারা়ণগঞ্জ

    নারায়ণগঞ্জ ফতুল্লায় মাহমুদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের নিহতের ঘটনা ঘটেছে।মঙ্গলবার ভোরে মাহমুদপুর বটতলা এলাকার এক ভাড়াটিয়া বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে।নিহতারা হলো- মৃত নূর মিয়ার স্ত্রী নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকিস আক্তার (৪০)।তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামে।তারা এলাকার স্থানীয় গোলাপ মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছেন।ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন-ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)নুরে আলম,তিনি বলেন-খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।এলাকাবাসীর সূত্রে জানা যায়-নিহত মা ও মেয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় লোকজনের বাসাবাড়িতে কাজ করতেন।তাদের আত্মীয়-স্বজন কোন খোঁজ নিতেন না।বাড়িওয়ালা গোলাপ মিয়া কুমিল্লায় বসবাস করেন।বাড়িটিতে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে পুরাতন টুকরো-টুকরো কিছু তার দিয়ে।এতে বিদ্যুতের তারের লিকেজ থেকে বাড়ি লোহার খুঁটি বিদ্যুতায়িত হয়ে পারে বলে জানাযায়।মঙ্গলবার ভোরে বৃদ্ধ মা নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় সেই খুঁটিতে হাত লাগলে চিৎকার দিয়ে ওঠে।সেই চিৎকারের আওয়াজ পেয়ে মেয়ে বিলকিস আক্তার তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনে মারা যান। আশপাশের লোকজন জানাজানি হলে পরে গিয়ে বিদ্যুতের সংযোগের তার বিচ্ছিন্ন করে তাদের মরদেহ উদ্ধার করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST