ভেড়ামারা প্রতিনিধি –
কুষ্টিয়া জেলার ভেড়ামারায় আলোচিত করিম বিড়ি ফ্যাক্টরিতে অভিযানকে কেন্দ্র করে নানা গুনজন হলে কাস্টমস সুপার খালেকুজ্জামান এর কাছে মূল ঘটনা জানতে চাইলে তিনি বলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর এর কমিশনার মহোদয়ের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে এবং বিভাগীয় কর্মকর্তা কুষ্টিয়া এর সার্বিক তত্তাবধানে সদর দপ্তর,বিভাগীয় দপ্তর ও ভেড়ামারা
সার্কেল এর মূসক নিবারক দল ভেড়ামারা সার্কেলের অধীন গত ১৮/০১/২৪ ইং তারিখে বিভাগীয় কাস্টমস কমিশনারের নির্দেশ করিম বিড়ি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে কারখানা প্রাঙ্গনও গোডাউন থেকে ঘোষনা বহির্ভূত প্রক্রিজাতকরন তামাক ৯২৬ বস্তা( ৪০ কেজি) স্হানীয় ইউ পি মেম্বারের জিন্মায় ২ টি গোডাউন সিলগালা করে জিন্মানামার মাধ্যমে জিন্মায় দেয়া হয়। এছাড়া ঘোষনা বহির্ভূত
২।বিড়ির লেবেল,পেটি,বিড়ির পেপার-৯৯ বস্তা।
৩।নকল ব্যান্ডরোলযুক্ত করিম বিড়ি ১৪ বস্তা(৫,৬০,০০০/-)
৪।নকল ব্যান্ডরোল আনুমানিক ৫ পেটি(২৫০০ সিট)।
স্হানীয় ইউ,পি সদস্য,স্হানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় এবং মালিক প্রতিনিধির সাক্ষরপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করে কুষ্টিয়া বিভাগীয় দপ্তরে নিয়ে আসা হয়।
অপরপক্ষে করিম বিড়ির মালিকের সাথে মোবাইল ফোনে কল দিলে কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।