ঢাকাSaturday , 2 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে বাড়িতে আস্ত গরু হাজির

দেশ চ্যানেল
December 2, 2023 8:20 am
Link Copied!

মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

আমাদের দেশে কতইনা অনুষ্ঠান হয়।তবে যে কোন অনুষ্ঠানের পূর্বে কতো কিছুই তো মনের ভাবনাতে ভেসে আসে।যুগের পরিবর্তনে এসেছে,এসেছে আধুনিকতার ছোয়া।বিয়ে বাড়ি বলে কথা,নতুন পোশাকে বর আসবে।তাই আগত মেহমানদের আপ্যায়নের পাশাপাশি,বরের জন্যে সাজানো হয়েছে দেড় লক্ষ টাকার প্রায় ১০০-১০৫ কেজি ওজনের আস্ত গরুর বারবিকিউ।শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরে এক বিয়ের অনুষ্ঠানে এমন আয়োজনে সারা ফেলেছে পুরো এলাকা জুড়ে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার মাহাবুব হাসান তার কন্যার বিয়েতে বরের জন্যে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন।দাওয়াত দিয়েছেন কয়েক হাজার আত্নীয়-স্বজনদের।
অনুষ্ঠানে আগত অতিথি যারাই আসেন প্রথমেই তাদের চোখ যায় বারবিকিউ করা আস্ত গরুর দিকে।আগত সকলেরই মন কেড়ে নিয়েছে বারবিক কিউ করা বরের জন্যে আস্ত গরু।সামনে আসতেই হাতে নিচ্ছে মুঠোফোন।আগত অতিথিরা,এরকম একটি দৃশ্যের ছবি তুলবেন না তা কি হয়।প্রত্যেকেই যার যার মতো করে ছবি তুলে নিচ্ছেন।নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত বাবুর্চি জামাল এবং সেন্টু বাবুর্চি সহ প্রায় ২০জন সহযোগি নিয়ে দুই দিনে এই বিয়ে বাড়ির খাবার রান্নার আয়োজন করেছেন।যত বড় গরু হউক না কেনো আমারা এই রকম ভাবে রান্না করে পরিবেশন করতে পারবো।বাবুর্চি জানায়-নারায়ণগঞ্জের মধ্যে এটা আমার ২য় অনুষ্ঠান,এর পূর্বে একটি করেছি।আমি এই অনুষ্ঠানের জন্যে প্রশংসাও পাচ্ছি।পরিবার সূত্রে জানা যায়-কনের দাদার শখ পূরণ করতে এই ধরনের ভিন্ন আয়োজন।কনের বাবা মাহাবুব হাসান বলেন-আমার বাবা (কনের দাদা)জীবিত থাকতে বলেছিলেন নাতনীর বরকে যেন আস্ত গরু খাওয়াই। আমার বাবার মৃত্যু হয়েছে।কিন্তু,আমি আমার বাবার কথাটা স্মরণ রেখে,আমার মেয়ের বিয়েতে বরকে সাগরনায় আস্ত গরু বাড়বিকিউ করে দিয়েছি।আমার বাবার শখ পূরণ করেছি।আমার মনে অনেক আনন্দ লাগছে।নারায়ণগঞ্জে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে সারা ফেলবে শহরজুড়ে,এমনটাই প্রত্যাশা আগত অতিথিদের।বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য পোলাও,কোরমা,রেজালা,বোরহানি,জাল ফ্রাই সহ আরো বিভিন্ন রকমের খাবারের আয়োজন করেছে মাহবুব হাসান তার মেয়ের বিয়েতে।আগত সকল অতীতের মুখে আনন্দ নিয়ে বলতে শোনা গেছে,এটা একটি ভিন্নধর্মী আয়োজন।হাসান মাহাবুবের কন্যার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃসেলিনা হায়াত আইভি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST