কলকাতা প্রতিনিধি –
Universal Yoga Sports Federation ( UYSF ) তত্বাবধানে ১৭ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে দ্বিতীয় তম এশিয়া স্পেসিফিক আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল সুদূর থাইল্যান্ড দেশের অন্যতম শহর পাটায়া তে। স্বস্তিক অষ্টাঙ্গ অ্যাকাডেমি থেকে ছোটো, বড় সব বয়সের মোট ৭ জন প্রতিযোগী ,সেই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছিল তার মধ্যে ছয় জন স্বর্ণ পদক প্রাপ্ত ও ১ জন রুপোর পদক প্রাপ্ত হয়ে বিজয়ী হয়ে বিদেশের মাটিতে ভারতবর্ষের গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করলো।
উল্লেখ, পূর্বেও স্বস্তিক অষ্টাঙ্গ একাডেমি ভারত বর্ষের সুনাম অর্জন করেছে। দ্বিতীয় UYSF ইন্ডিয়া ন্যাশনাল ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৪ উত্তরাখণ্ডের , হরিদ্বারে রুরকি কোয়ের ইউনিভার্সিটিতে জাতীয় যোগাসন প্রতিযোগীতায় স্বস্তিক অষ্টাঙ্গ একাডেমি অংশগ্রহণ করেন এবং সকল প্রতিযোগী প্রতিযোগীনি জয় লাভ করে নিজ নিজ স্থান অধিকার করেন।
স্বস্তিক অস্টাঙ্গ অ্যাকাডেমির যোগাসন ছাত্র ছাত্রী দের জয়জয়কার। উল্লেখ গত ২৯ এবং ৩০ জুন অনুষ্ঠিত উত্তরাখণ্ডের , হরিদ্বারে রুরকি কোয়ের ইউনিভার্সিটিতে জাতীয় যোগাসন প্রতিযোগীতায় স্বস্তিক অষ্টাঙ্গ একাডেমি অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলার ছেলেমেয়েদের যোগাসন প্রতিযোগিতায় বিশাল সাফল্য অর্জন করায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড বাংলাদেশ, আরোগ্য ইয়োগা & ফিজিওথেরাপি সেন্টার এবং ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।