ঢাকাThursday , 21 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বি.এল উচ্চ বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত 

দেশ চ্যানেল
March 21, 2024 1:30 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২১মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জের বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ২৫মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ আলোচনা সভার শুরুতে ২৫ মার্চ গণহত্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও সভার সভাপতি আব্দুছ ছালাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান তিনি ছাত্রদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর একটি। এত বেশিসংখ্যক হত্যা এবং বর্বরতার এমন উদাহরণ আমরা আর একটিও খুঁজে পাব না।

ইতিহাসের সেই ঘৃণিত চক্র এখনো সক্রিয় । বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই নাম অপারেশন সার্চলাইট।

অনুষ্ঠানে সভাপতি আব্দুছ ছালাম খাঁন তিনি তার সমাপনী বক্তব্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭১ সালের ২রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন; ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে দীর্ঘ ২৩ বছরের শাসন-শোষণ থেকে মুক্তির লক্ষ্যে সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করেন এবং ১৫ই মার্চ থেকে ৩৫দফা নির্দেশনা পালনের আহব্বান জানান।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( দিবা শাখা) মো. মহসীন নূরী, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) প্রভাতি শাখা সনাতন দাসসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রগন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান।

উল্লেখ্য, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসানকে স্কুলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম খাঁন তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি বই তার হাতে তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান তিনি কমলমতি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়বার জন্য ২০ হাজার টাকার বই উপহার ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST