মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :
৮ মার্চ শুক্রবার মাদারীপুর আছমতআলী খান স্টেডিয়ামে
মাদারীপুর জেলার বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইন স্মৃতি ১ম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগ-২০২৪ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্হাপনায় বিকাল ৪ টায় স্টেডিয়াম মাঠে মহিলা হ্যান্ডবল লীগের খেলার শুভ উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বি পি এ এম (বার) পি পি এম।
উদ্বোধনী অনুষ্টানে মাদারীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি ডা. মোঃ গোলাম সারোয়ার এর সভাপতিত্বে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিসেস আসমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি মিসেস শিউলী আক্তার,মাদারীপুর ক্রীড়া সংগঠক মিসেস জেসমিন আক্তার,মাদারীপুর ক্রীড়া সংগঠক মিসেস জেরিন ফেরদৌসী,স্পনসর শাহনেওয়াজ আলম দীনা।
মাদারীপুর জেলার ৪ টি উপজেলা থেকে ৪ টি গ্রুপে মোট ১৪ টি দল খেলায় অংশগ্রহণ করেন।