এম এ হাই(পাবনা) প্রতিনিধি :
বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু কলেজের এইচএসসি ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাঁথিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মঙ্গলবার কলেজের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারের সভাপতিত্বে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি। অন্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সাবেক সহ-সভাপতি রবিউল করিম হিরু,সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রাং, সাঁথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানা উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্রমুখ।