ঢাকাTuesday , 11 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

দেশ চ্যানেল
February 11, 2025 8:57 am
Link Copied!

মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির প্রাথমিক বৃত্তি-২০২৪ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মহিউদ্দিন বিল্লাহ রুনুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম তার বক্তব্যে বলেন কোয়ালিটি শিক্ষা মেইনটেইন করতে হবে। বাচ্চাদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। তাদের বইয়ের বোঝা বাড়ানো যাবেনা।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম, সঞ্জয় ঘোষাল, মুমতাহীনা বিলকিস, নাজমুল হাসান, সহকারী ইন্সট্রাকটর মো: তারিকুল ইসলাম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম, যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মো: জসিম উদ্দিন, ঝিকরগাছা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির অধ্যক্ষ এস এম মাহবুবুল আলম (মন্টু স্যার), স্কুলের পরিচালনা কমিটির সদস্য মো: সাঈদ হাসান শামীম, আজগার আলী সহ স্কুলের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ এবং অভিভাবকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩২ জন এবং সাধারণ গ্রেডে ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এছাড়াও স্কুলের আভ্যন্তরীণ বৃত্তি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST