মুন্না ইসলাম আগুন (রাজশাহী)
আষাঢ় মাসে রাজশাহীতে বৃষ্টির দেখা মিললেও গরমের প্রকোপ যেন কমছে না । আজ ২৯ ই জুন ২০২৪ ভোর থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি । গত দুই দিনের অবস্থা একই । আবহাওয়া অফিস সূত্রে জানা যায় মাসব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যা জুনের শেষ থেকে শুরু হয়ে জুলাই পর্যন্ত থাকবে । এদিকে সমুদ্র বন্দর এলাকায় গভীর নিম্নচাপ দেখা দিয়েছে । রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নির্ণয়ের মানুষেরা বিপদে পড়েছেন বেশি ।
রিকশাচালক আব্দুল মতিন মিয়া বলেন বৃষ্টির কারণে রিকশা নিয়ে বের হতে পারছি না বের হলেও ভিজে যাবার ভয়ে যাত্রী পাওয়া যাচ্ছে না । ফলে ছেলেমেয়ে নিয়ে পড়েছি আমরা বড় বিপদে ।
আজ সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে । তবে বৃষ্টি হলেও যেন গরমের প্রকোপ কমছেই না । রাজশাহীতে এখনো ৩০ ডিগ্রি সেলস এর উপরে তাপমাত্রা । তবে আবহাওয়া অফিস বলছে জুলাইয়ের প্রথম থেকে তাপমাত্রা একটু কমতে পারে । বৃষ্টির দেখা না পাওয়ায় অনেক আগেই কৃষকের অনেক ফসল নষ্ট হয়ে গেছে।
এদিকে বৃষ্টির কারণে আগামীকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ।
একাধিক পরীক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান ভোর থেকে বৃষ্টি হচ্ছে যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী কাল থেকে শুরু হওয়া আমাদের এই এইচএসসি পরীক্ষা দিতে যাওয়া নিয়ে বিপদে পড়তে হবে । যার কারণে আমরা সঠিক সময়ে কেন্দ্রীয় উপস্থিত হতে পারব কিনা জানিনা ।
তীব্র গরমে লোডশেডিং এর কারণে রাত্রিতে বিদ্যুৎ পাচ্ছিনা যার কারণে ঠিকমত পড়া হচ্ছেনা । তাই আমরা এবার আমাদের পরীক্ষা নিয়ে বড় দুশ্চিন্তায় আছি ।