আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
আজ ৩১ অক্টোবর, বৃহস্পতিবার বেড়া উপজেলা পরিষদে অক্টোবর, ২০২৪ মাসের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন মোঃ আব্দুল হান্নান, সভাপতি, বেড়া প্রেস ক্লাব, বেড়া সরকারি কলেজের প্রতিনিধি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, বেড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বেড়া মডেল থানা ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বয়।
বেড়া প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে অনেক গঠনমূলক প্রস্তাব রাখেন। বেড়া মডেল থানা ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা বৃন্দ বলেন যে, ৫ আগস্ট এর বিপ্লবের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, থানার সকল কর্মকর্তা বৃন্দ বুদ্ধিমত্তা ধৈর্য ও বুদ্ধি বিবেচনার সাথে পরিস্থিতি সামাল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন যে আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতি খুবই স্বাভাবিক হয়ে আসবে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান যে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অপ্রাপ্ত কিশোর কিশোরী প্রেমের টানে ঘর ছাড়ছে। সকল ছাত্র-ছাত্রীর অভিভাবক ও শিক্ষকদেরকে এ ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান যে, বেড়াতে কিছু কিছু এলাকায় ছিনতাইকৃত মালামাল ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।
দিনে এবং রাতে টহল বৃদ্ধি করা হয়েছে।তিনি আরো বলেন যে, বলতে গেলে সারারাত কর্মকর্তারা এবং অন্যান্য পুলিশ সদস্যরা না ঘুমিয়ে জন-নিরাপত্তার কাজ চালিয়ে যাচ্ছেন। সাথে সাথে এলাকাবাসী কেউ সজাগ দৃষ্টি রাখবার জন্য অপ্রাপ্ত কর্মকর্তা আহবান জানান।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে, আলোচিত ২০ বস্তা ন্যায্য মূল্যের চাউল ইতিমধ্যেই আটক করে থানায় রাখা হয়েছে এবং ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে যাতে করে প্রকৃত আসামিকে খুঁজে বের করা যায় ও গ্রেফতার করা যায়।
আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জনাব মোর্শেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সমাপনী ভাষণে বলেন যে, বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জনক হারে কিশোর গ্যাংয়ের উপস্থিতি আচ করা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।