আবুজর গিফারী, স্টাফ রিপোর্টারঃ
অদ্য মঙ্গলবার, দুপুর ১:০০ টার সময় বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুস্থ অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বেড়া উপজেলা প্রশাসকের আর্থিক সহায়তা ও ঢেউ টিন বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও মোঃ মুত্তালিব সরকার, সমাজসেবা অফিসার, এর উপস্থিতিতে দুস্থ অসহায় ও অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদ মোট ১০ টি পরিবারকে (প্রতিটি পরিবার) এক বান্ডিল করে টিন ও ৬০ হাজার টাকা করে প্রদান করা হয়।
ক্ষতিগ্রন্থ পরিবারের নামঃ নার্গিস আক্তার, জয়নগর, সাদ্দাম হোসেন, বঙ্গবাড়িয়া, ফুলমালা, হাতিগাড়া, শ্রী সন্তোষ সূত্রধর, জগন্নাথপুর, মনোয়ারা খাতুন, সান্যাল পাড়া, আছিয়া খাতুন, রাকশা, আব্দুর রহমান, চরপাড়া খানপুরা, ছাচ্চু মোল্লা তেঘরী, মনজেলা খাতুন, পায়না, রাকিব আলী।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।