আবুজর গিফারী বেড়া প্রতিনিধিঃ
নৈতিক শিক্ষা গ্রহন করে দেশের উন্নয়নে কাজ করতে হবে, এম আজিজ।
প্রধান অতিথির বক্তব্য এম আজিজ আরো বলেন, সকল শিক্ষার্থীদের উদ্দ্যেশ বলেন সবাইকে উচ্চ শিক্ষা গ্রহন করে শিক্ষিত হতে হবে। আধুনিক শিক্ষা গ্রহন করে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের মানুষের সেবা করতে হবে। সাড়া বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করে দিতে হবে।নৈতিক শিক্ষা গ্রহন করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে শরীর মন ও স্বাস্থ্য ভালো থাকে। নিয়মিত খেলাধুলা খাওয়া এবং প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমতে হবে। তাহলে শরির ভালো থাকবে,আর শরির ভালো থাকলে পড়াশোনায় মনোযোগীতা বাড়বে। পরে ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পাবনার বেড়ার অন্যতম বিদ্যালয় হিসাবে পরিচিত গ্যালাক্সি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) সকালে গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম, এ সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক উইনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ।
গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রিফাত শাহরিয়ারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার আসিফ শামীম,বেড়া উপজেলা এটিও জাহাঙ্গীর আলম, এটিও আবু সাঈদ, সর্মসংস্থান মন্ত্রনালয়ের সাবেক যুগ্ন পরিচালক এ টি এম ফজলুর রহিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলম, বেড়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন মল্লিক, সহকারী সাধারণ সম্পাদক আবুজার গিফারী সহ বেড়া ক্লাবের আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।