ঢাকাFriday , 29 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় জুতা বিক্রেতাদের মুখে হাসি নেই

দেশ চ্যানেল
March 29, 2024 11:42 am
Link Copied!

– আবুজর গিফারী

পবিত্র রমজান মাস আসার আগ থেকেই বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা মনের মাঝে উঁকি দিতে থাকে। রমজান মাস শুরু হওয়ার আগ থেকেই যেমন ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় নিজেদের পরিপূর্ণরূপে সঁপে দেয়ার জন্য পূর্ব থেকেই একটা প্রস্তুতি গ্রহণ করেন, ঠিক তেমনি ব্যবসায়ীদের মাঝেও ঈদকে কেন্দ্র করে বড় ধরনের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে শুরু থেকেই তারা আশায় বুক বেঁধে থাকেন।

 

পবিত্র মাহে রমজানের তৃতীয় সপ্তাহ চলছে। রেডিমেড গার্মেন্টস এর দোকানে অনেকটাই উপচে পড়া ভিড় হওয়ায় গার্মেন্টস আইটেমের পোশাক বিক্রেতারা খুব খুশি। তারা আশা করছেন যে, এবার ঈদেও ভালো বেচাকেনা হবে।

 

কিন্তু একই মার্কেটে অবস্থান হলেও জুতা বিক্রেতাদের মুখে নেই কোন হাসি । আজ শুক্রবার, পবিত্র রমজান মাসের ১৮ তারিখ, জুতা বিক্রির যে লক্ষমাত্রা নিয়ে তারা আশাবাদী ছিল, এখন পর্যন্ত তার ১০% ভাগও পূরণ হয়নি। ঈদ আসতে আর মাত্র মোটামুটি ১০ থেকে ১২ দিন বাকি। এই কয়েকদিনের মধ্যে বেড়া পৌর মার্কেটের জুতা বিক্রেতারা কতটুকু বিক্রয় করতে পারবেন তা নিয়ে তারা সংশয় এ ভুগছেন। এখানে উল্লেখ্য যে, ইতিমধ্যেই বেড়া পৌর মার্কেটে দুইটা নামিদামি কোম্পানির অর্থাৎ ব্র্যান্ডেড জুতা কোম্পানির দুইটি শোরুম স্থাপিত হয়েছে। সেখানেও বেচা বিক্রির অবস্থা একদমই শোচনীয় বলেই তারাও জানিয়েছে। এক দোকানদারের কাছে এই মর্মে জিজ্ঞেস করা হলে তারা বলেন যে, ঈদের দুই-তিন দিন আগে হয়তো বিক্রি বাড়বে, তবে জাস্ট ২-৩ দিনের বিক্রয়ের দ্বারা লক্ষ্যমাত্রা আদৌপূর্ণ হবে বলে তারা মনে করছেন না। তবুও জুতা বিক্রেতারা আগামী ১০ দিনে যতটুকু বিক্রি হয়, এর মাধ্যমে তারা তাদের পরিবারের চাহিদা মেটানো এবং আগামী দিনগুলোর দোকান খরচ যেন পূর্ণ হয় সেই আশায় বুক বেঁধে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST