ঢাকাSaturday , 9 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
December 9, 2023 10:16 am
Link Copied!

– আবুজর গিফারী

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, পাবনার বেড়া উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ উল্লেখিত অনুষ্ঠানে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ “শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩–২০২৪ অর্থবছরের পৌরসভা পর্যায়ে জয়িতাদের ক্রেস্ট ও চেক প্রদান করা হয় ৷
বেগম রোকেয়ার কর্মময় জীবনের উপরে আলোকপাত করেন মিসেস শায়লা শারমিন ইতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বেড়া, জনাবা রিজু তামান্না, এসি ল্যান্ড, বেড়া, অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, মেয়র বেড়া পৌরসভা এবং মোছাম্মৎ রোকসানা ইসলাম (বেড়া উপজেলার শ্রেষ্ঠ জয়িতা ) |

মোহাম্মদ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেড়া সভাপতির বক্তব্যে তিনি বলেন যে, বেগম রোকেয়ার স্বপ্ন বাংলাদেশে আজ বাস্তবায়িত হওয়ার পথে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার, একাধিক মন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উচ্চ পদস্থ সামরিক বেসামরিক নারী আজ দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের বেগম রোকেয়ার স্বপ্ন আজ অনেকটাই আলোর মুখ দেখছে।
বক্তাগণ বলেন যে,বেগম রোকেয়া অনেক কষ্ট করে নারীদের লেখাপড়া শিখেছিলেন এবং তার প্রতিফলন ঘটিয়ে ছিলেন এদেশের নারীদের শিক্ষা প্রদানের মাধ্যমে। তাই তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়ে থাকে৷ বেগম রোকেয়া অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে নারী শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করেন।
বেগম রোকেয়া তিনি তার নারী জাগরণ মূলক লিখনী, সরাসরি যোগাযোগের মাধ্যমে, বক্তব্য বিবৃতির মাধ্যমে এবং নানা রকম প্রচেষ্টার মাধ্যমে নারীজাতির শিক্ষার জন্য কাজ করে গেছেন| নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বিশেষ দৃষ্টিভঙ্গির সাথে বিবেচনা করতেন৷ তাই এদেশের নারী জাতি তাকে সারা জীবন স্মরণ করবে৷

অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষ কর্মসূচি আওতায় চারজন নারীকে ক্রেস্ট ও চেক প্রদান করা হয়| জয়ীতারা হলেন যথাক্রমে, মোসাম্মৎ রোকসানা ইসলাম, গ্রাম নতুন ভারেঙ্গা, তানিয়া ফেরদৌস, গ্রাম শাহাপাড়া, বেড়া পৌরসভা, মোসাম্মৎ খোদেজা বেগম, গ্রাম রাজনারায়নপুর, মোছাম্মৎ নার্গিস পারভীন, গ্রাম মির্জাপুর এবং মুসলিমা খাতুন, গ্রাম বৃষালিকা ৷
মোছাম্মৎ রোকসানা ইসলামকে নগদ চল্লিশ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয় এবং অন্যান্যদেরকে নগদ পঁচিশ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়|

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST